‘জেনারেল ওসমানী স্বর্ণপদক’ পেলেন চেয়ারম্যান নিজাম সিদ্দিকী
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এবার ‘জেনারেল ওসমানী স্বর্ণপদক-২০১৪’ পেয়েছেন। গতকাল শনিবার ঢাকার সেগুণবাগিচাস্থ শিল্পকলা একাডেমীর নীচ তলায় অবস্থিত স্কাইমুন চাইনিজ রেষ্টুরেন্টে ‘স্বাধীন বাংলা সংসদ’ আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বর্ণপদক প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধ ও স্বাধীনতা : মানবাধিকার প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা এবং ‘কুয়াশার সকাল’ এর প্রদর্শনী অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী কে স্বর্ণপদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি জয়নুল আবেদীন ও বিশেষ অতিথি বিচারপতি শিকদার মকবুল হক।
উল্লেখ্য, ইতিপূর্বে সফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিজামউদ্দিন সিদ্দিকী গত ১৩ মার্চ ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস মনোনিত স্বাধীনতা দিবস উপলক্ষে স্বর্ণপদক লাভ করেন।