নেপালে তুষারঝড় : হিমালয় থেকে ৪০ পর্বতারোহী উদ্ধার
সুরমা টাইমস রিপোর্টঃ নেপালের হিমালয় পর্বত এলাকায় তুষার ঝড়ে নিখোঁজ পর্বত আরোহীদের মধ্যে ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। আজ হিমালয়ের সর্বোচ্চ অন্যপূর্ণা পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়। খবর বিবিসির।
আবহাওয়া অনুকূলে থাকার কারণে অন্যপূর্ণার থোরং লা পাসে হেলিকপ্টার নিয়ে পৌঁছতে সক্ষম হয় নেপালের সেনাবাহিনী।
উদ্ধারকারীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেররকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হিমালয়ে অন্যপূর্ণা পয়েন্টে তুষারঝড় আঘাত হানার ঘটনায় অন্তত ২৯ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নেপাল, ইসরাইল, ভারত, কানাডা এবং পোল্যান্ডের নাগরিক রয়েছেন। এদিকে, পর্বত আরোহীদের মৃতের এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।