শ্রীমঙ্গল নৈশ্যপ্রহরীর হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহীন মিয়া নামের এক নৈশ প্রহরী হত্যা মামলার আসামীরা মামলা তুলে নেবার জন্য হুমকীর অভিযোগ পাওয়া গেছে। আর এ হুমকির ফলে সাত সন্তাননিয়ে নিরাপত্তা হীনতায় ভোগছেন অসহায় নৈশ প্রহরীর স্ত্রী আম্বিয়া বেগম। হত্যাকারীরা এলাকার প্রভাবশালী হওযায় গত ৬ মাস ধরে তাদের ধরতে পারছেনা পুলিশ। গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসকাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন নিহত নৈশ প্রহরীর স্ত্রী আম্বিয়া বেগম। আম্বিয়া বেগম লিখিত বক্তব্যে বলেন, শ্রীমঙ্গলের টিকরিয়া চৌমুহনী বাজারে অবস্থিত আহমদ ম্যানসনে রাত্রীকালীন পাহাড়াদার হিসাবে কর্মরত ছিলেন মৃত আব্দুস সহিদ। একই এলাকার কাওছার আহমদের সহিত আমার স্বামীর চাচাত ভাই জুবের ও মসাহিদ মেম্বারের জমি-জমা নিয়ে বিরোধ ছিল। এবিরোধের জের ধরে মশাহিদ মেম্বার,জুবায়ের,জয়নাল আহম্মদ ও তাদের সহযোগী আহাদ মিয়া,ময়বুর মিয়া গংরা পরিকল্পিতভাবে পাহাড়ারত অবস্থায় বিগত ২৩ এপ্রিল ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। পরের দিন চিকিৎসাধিনবস্থায় তিনি হাসপাতালে মারা যান। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি মামলা (নং-২০,জিআর-৭৭/২০১৪ইং, তারিখ-২৪/০৪/২০১৪ইং) দায়ের করা হয়। হত্যাকারীরা মামলা তুলে নেবার জন্য পরিবারের সবাইকে হুমকি দামকি দিয়ে আসছে। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেহ কথা বলতে সাহস পায়না। এমন অবস্থায় সাত সন্তান নিয়ে নিরাপত্তহীনতায় ভোগছেন নিহতের স্ত্রী। স্বামীর হত্যাকারীরা যাতে আইনের ফাঁক-ফোকড়ে পার পেতে না পারে সেজন্য সংবাদ সম্মেলনে সকলের সহযোগীতা চান তিনি।