মিলান আওয়ামীলীগের সম্মেলন শেষে কমিটি গঠন নিয়ে একাংশের প্রতিবাদ সভা অব্যাহত
নাজমুল হোসেন,মিলান থেকে: মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা না করেই সম্মেলন সমাপ্তি হলেও বর্তমানে আওয়ামীলীগের দুই গ্রুপের দফায় দফায় সভা অনুষ্ঠিত হচ্ছে। উভয় পক্ষের নেতাকর্মীরা কেও কাওকে ছাড় দিতে পারছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির মিলানে আগমনের পূর্বে কমিটি গঠনে তত্ফর লোম্বার্দিয়া আওয়ামিলীগ। ইতালি আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ইতিমধ্যে উভয় পক্ষের নেতাদের কে নিয়ে সভা করেছে। প্রধান মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান সুন্দর ও সার্থক করে তুলতে ইতালি আওয়ামিলীগ লোম্বার্দিয়া আওয়ামিলীগ কে আয়োজনের প্রস্থুতি গ্রহনের ঘোষণা দিলে ও লোম্বার্দিয়া আওয়ামীলীগের নেতৃত্ব নিয়ে চলছে টানা পূরণ।
লোম্বার্দিয়া আওয়ামীলীগের একাংশের আয়োজনে রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে মালেক মোল্লার সভাপতিত্বে ও সারওয়ার হোসেন মোল্লার পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামীলীগের প্রবীন আওয়ামিলিগ নেতা মজিবুর রহমান হারিছ,সম্মেলন প্রস্থুতি কমিটির একাংশের প্রধান আব্দুল হান্নান মাস্টার,মিলান আওবামিলোগের সভাপতি সৈয়দ মহসিন মিলন,সম্মেলনে লোম্বার্দিয়া আওয়ামীলীগের সভাপতি প্রার্থী নাজমুল কবির জামান,ভারেজ আওয়ামীলীগের সভাপতি এনায়েত হোসেন রিপন,সহ সভাপতি নুরুল ইসলাম হাদি,আওয়ামিলিগ নেতা অনিক হাওলদার,ভারেজ আওয়ামীলীগের সম্পাদক ফিরুজ গাজী ,শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ খালাসী,যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার,নারী নেত্রী আসমা জাকির,লুত্ফুর রহমান,মনসুরুল আনওয়ার,ইকবাল হোসেন আবাদ,দানিয়াল ,এনামুল হক মাসুদ,রাজু আহমেদ,হারুন খন্দকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে লোম্বার্দিয়া আওয়ামীলীগের কমিটির সভাপতি সম্পাদক গঠন শেষে ইতালি আওয়ামিলীগ নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর আগমনের সকল কার্যক্রম করবেন। দলীয় সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা না করাতে লোম্বার্দিয়া আওয়ামীলীগের পুরাতন কমিটি বর্তমান কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে সকল প্রস্থুতি তে লোম্বার্দিয়া আওয়ামীলীগের উভয় পক্ষের নেতাকর্মীদের সমান সমান অধিকার থাকতে হবে। ইতালি আওয়ামিলীগ লোম্বার্দিয়া আওয়ামীলীগের এক পক্ষ কে একটু বেশি প্রাধান্য দেওয়াতে সভা থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে যে কোনো রাজনৈতিক মোকাবেলা করতে প্রস্থুত রয়েছেন বলে জানান একাংশ আওয়ামীলীগের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় লোম্বার্দিয়া আওয়ামিলিগ,যুবলীগ,শ্রমিক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।