দূর্গোৎসবে মুক্তাক্ষরের সাংস্কৃতিক অনুষ্ঠান
সুরমা টাইমস রিপোর্টঃ শারদীয় পূজা বার্ষিকীর দূর্গাপূজার আনন্দঘন মহা উল্লাসে সারা দেশ বিদেশে পালনের সাথে সিলেটেও দশভূজা দূর্গা দেবীর গত ১ অক্টোবর মহা সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। বুধবার রাত সাড়ে ৮টায় নয়াসড়ক সার্বজনীন পূজা পরিষদ খাজাঞ্চীবাড়ী পূজা মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে মুক্তাক্ষর। অসংখ্য পূণ্যার্থীদের উপস্থিতিতে দূর্গতিনাশিনী থিমে পরিবেশিত হয় চন্ডিশ্লোক, দূর্গার শতনাম, শারদীয় কবিতা আবৃত্তি, পূজার গান ও নৃত্য। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় দিপিকা রানীর দের সঞ্চালনায় জুয়েল খানের সঙ্গীত পরিচালনায় সঙ্গীত পরিবেশন করে পর্ণা, পূজা, বৃষ্টি, বিজিত দে, পরেশ পাল, শুক্লা দাস, পপি কর ও বিপ্রদীপ কর। আবৃত্তিতে পুণম কর পূজা। নৃত্য পরিবেশন করে শান্তনা দেবীর কোরিওগ্রাফে মনিপুরী কালচারাল একাডেমী ফর আর্ট (এমকা)’র ১৯জন শিক্ষার্থী। নৃত্যের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণ ফিরিয়ে দেয় প্রমা, উচ্চাঙ্গ নৃত্য ভরতনাট্যম নৃত্য পরিবেশনে। তবে উপস্থিত দর্শকরা মহিষাসুর দেবীর যুদ্ধ নৃত্যটি পরিবেশন দেখে। কৃষ্ণকলির নাচতকালীর গানটিতে নৃত্যে অনবদ্য পারফরম্যান্স তুলে ধরে অনিক সিংহ ও প্রিয়াশ্রী কর পিউ। রাত সাড়ে ১১টায় এল যে মা গানটির নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপন ঘটে। নয়াসড়ক সার্বজনীন পূজা পরিষদের সকল সদস্য কলাকৌশলী অতিথি প্রিয়জনদের নিয়ে মহাপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাউল্লাসে মিলন মেলায় পরিণত হয়।