জকিগঞ্জের কালিগঞ্জে জুয়ার মহাৎসব : আইন শৃঙ্খলার চরম অবনতির আশংকা
জকিগঞ্জ প্রতিনিধি: পুলিশ ম্যানেজ করে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের পূর্ব পার্শ্বের জুয়াড়ী আসাদ উদ্দিনের বাড়িতে ও স্থানীয় এক গণপ্রতিনিধির ব্যবসা প্রতিষ্টানে চলছে দিন রাত জুয়া খেলার মহাৎসব। আইন শৃঙ্খলার চরম অবনতির আশংকা। প্রতিদিন সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে জানু জানু জুয়াড়ীরা খাড়ি খাড়ি টাকা ও যানবাহন নিয়ে নিরাপদ এসব আসরের জুয়া খেলায় অংশ নিচ্ছে। প্রকাশ্য জুয়ার আসর বসায় স্কুল, কলেজ পড়–য়া ছাত্রের অভিভাবকরা যেমন উদ্বিগ্ন হয়ে পড়েছেন তেমনই উপজেলার আইন শৃংখলার আরও অবনতি হওয়ার আশংকায় কালিগঞ্জ, জকিগঞ্জসহ বিভিন্ন বাজারের ব্যবসায়িরা আতংকিত হয়ে পড়েছেন। ইতিমধ্যে কালিগঞ্জ, জকিগঞ্জ, আটগ্রাম, বাজারের বেশ কয়েকটি দোকানে দুঃসাহসিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ এখনো কোন কার্যকরী পদপে নিতে পারেনি। দিবা রাত্রি প্রকাশ্য এসব জুয়ার আসর বসায় পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে পুলিশ ও ডিবির সোর্স পরিচয় দিয়ে জনৈইক নেজাম ও কবির আহমদ কড়ায় গন্ডায় হিসাব করে এসব আসর থেকে টাকা আদায় করছে। স্থানীয় একজন অপরাধ বিশেষঞ্জ মন্তব্য করেছেন প্রকাশ্য জুয়ার আসর অব্যাহত রেখে এলাকার আইন শৃঙ্খলার উন্নতি কোন ভাবেই সম্ভব নয়।