যুবককে সুন্দরী ডাক্তারের বিছানায় আহ্বান
সুরমা টাইম ডেস্কঃ মোবাইলে মহিলাদের উত্যক্ত করার ঘটনা প্রায়ই শোনা যায়। তবে এবার এক মহিলা চিকিৎসকের বুদ্ধিতে এক পাগল প্রেমি পুলিশের জালে ধরা পড়ল। ভারতের দিল্লির এক যুবক আফগানী বংশোদ্বূত এক মহিলা চিকিৎসকে বারবার ধর্ষণের হুমকি দিচ্ছিল, তাকে অশ্লীল এসএমএস পাঠাচ্ছিল। মহিলা ডাক্তার এই হুমকিতে বিরক্ত হয়ে উঠেছিলেন। সেই কারণেই তিনি যুবককে হাতে নাতে ধরার জন্য নিজের বুদ্ধি ব্যবহার করলেন।
মহিলা ডাক্তার যুবককে সহবাসের প্রস্তাব দেন। সহবাসের প্রস্তাব পেয়ে যুবকের অবস্থা যে হাতে চাঁদ পাওয়ার মত। সেই অমনি নাচতে নাচতে ডাক্তারের জালে ধরা দিল। মহিলা ডাক্তার অভিযুক্ত যুবকে ভালবাসা ও সহবাসের প্রস্তাব দিয়ে লাজপতনগর মেট্রো স্টেশনে আসতে বলে। অভিযুক্ত মেট্রো স্টশনে পৌঁছলেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও এই বুদ্ধি প্রয়োগ পুরোপুরি মহিলার নয়। অতিষ্ট হয়ে মহিলা চিকিৎসক থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশই অভিযুক্তকে ধরার জন্য এমন পরিকল্পনা করেন। পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের করে।