দূর্গাপুজাকে সামনে রেখে প্রতিটি মন্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে
কানাইঘাটে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার নায়মুল হাসান
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নায়মুল হাসান বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্ডবে নিরাপত্তা জোরদার করার জন্য দুর্গাপূজাকে সামনে রেখে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরও কোন দু®কৃতিকারীচক্র ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য পূজামন্ডপগুলোতে কোন ধরণের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে এ জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার নায়মুল হাসান গতকাল শনিবার বিকেল ৩টায় কানাইঘাট থানা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজাকে সামনে রেখে পূজা উদযাপন নেতৃবৃন্দের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সাব-ইন্সপেক্টর কামাল উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, জকিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জ্যোর্তিময় তালুকদার, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, আব্দুল মুমিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বাবু দূর্গা কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভজন লাল দাসসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ। প্রসঙ্গত যে, কানাইঘাটে এবার ৩০টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।