গ্রেটার সিলেট কাউন্সিলের প্রতিবাদ সভা রুবেল আহমদ হত্যার তদন্ত দাবী
লন্ডন প্রতিনিধিঃ যুক্তরাজ্যের লিংকনশায়ারের একটি ডিটেনশন সেন্টারে বাংলাদেশী তরুন রুবেল আহমদ এর অকাল মৃত্যুর রহস্য উন্মোচনে সুষ্ঠু পাবলিক তদন্তের দাবীতে ও দিল্লীতে ভিসা প্রসিসিং কার্যক্রম স্থানান্তর এর প্রতিবাদে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর উদ্যোগে প্রতিবাদ সভা গত ১৭ সেপ্টেম্বর বুধবার পূর্ব লন্ডনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী ড. মুজিবুর রহমানের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারী জেনারেল সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী তৌফিক আলী মিনার। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিলের পেট্রন কেএম আবু তাহের চৌধুরী, জিএসসির উপদেষ্টা পরিষদের সভাপতি মিয়া মনিরুল আলম, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মুনিম, জিএসসির প্রতিষ্ঠাতা ট্রেজারার মাহিদুর রহমান, সংগঠনের ভাইস চেয়ার এম এ মান্নান, সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার, মতিনউজ্জামান, জিএসসি সাউথ ইষ্ট রিজিওনের চেয়ারম্যান মো: ইসবাহ উদ্দিন, বিশিষ্ট সংবাদ পাঠিকা ড. জাকি রেজোয়ানা আনোয়ার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সভাপতি একেএম সেলিম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিহত রুবেলের আত্মীয় হিরন মিয়া। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ, কমিউনিটি নেতা রফিক আহমদ রফিক, জিএসসি সাউথ ইষ্ট ভাইস চেয়ার গোলাম আজম তালুকদার, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালিক কুটি, কমিউনিটি নেতা ফারুক মিয়া, নূর বকস, আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, দৌলতপুর এডুকেশন ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক কদর উদ্দিন, বেতার বাংলার প্রেজেন্টার সোনিয়া তাসলিম, সলিসিটার এহসানুল হক সুমন, কমিউনিটি নেতা খলিল আহমদ কবির, জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুরমার সম্পাদক আহমেদ ময়েজ, বার্তা সম্পাদক আব্দুল কাইয়ুম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ এর বার্তা সম্পাদক জাকির হোসেন কয়েছ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আব্দুল বাছিত রফি।
সভায় বক্তারা বলেন, ব্রিটেনের মত একটি সভ্য দেশে একজন ইমিগ্রেন্টের করুন মৃত্যু মেনে নেয়া যায় না। বক্তারা এই গঠনার সুষ্ঠু তদন্ত দাবী করেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ ভিসা প্রসেসিং অফিস দিল্লীতে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করার পাশাপাশি অবিলম্বে সিলেটে অবস্থিত অফিসে পূণার্ঙ্গ ভিসা প্রসিসিং কার্যক্রম শুরু করার দাবী জানান। সভায় প্রবাসী সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে জোড়ালো প্রতিবাদের জন্য আহবান জানানো হয়।
সভায় নিম্নলিখিত প্রস্তাবাবলি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়ঃ
- ১. আজকের এই সভা লিংকনশায়ারে ডিটেনশন সেন্টারে বাংলাদেশের তরুন রুবেল আহমদ এর অস্বাভাবিক ও চিকিৎসায় অবহেলিত জনিত কারনে দু:খজনক মৃত্যুর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
২. এই সভা সকল কমিউনিটি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে রুবেল আহমদের মৃত্যুর সুবিচারের জন্য জোড়ালো আন্দোলন গড়ে তুলার আহবান জানাচ্ছে।
৩. এই সভা ব্রিটিশ ভিসা কার্যক্রম ঢাকায় চালু রাখার পাশাপাশি সিলেটে পূর্ণাঙ্গ ভিসা প্রসেসিং সেন্টার চালুর জোর দাবী জানাচ্ছে।