সাহেব বাজারে সন্ত্রাসী হামলায় আহত পঙ্গুু আব্দুল খালিক এখন জেল হাজতে
সুরমা টাইমস রিপোর্টঃ গত ২৯ আগষ্ট সাহেব বাজারে নিরিহ কৃষকদের উপর সন্ত্রাসী হামলায় আহত কৃষক আব্দুল খালিককে পঙ্গু হাসপাতাল থেকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। নিরিহ কৃষক আব্দুল খালিক সন্ত্রাসীদের হাসলায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থা আশংকাজনক থাকায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডান পায়ের সমস্ত অংশ কেটে ফেলা হয়। পঙ্গু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার বড় বোন ফাতেমা বেগম বিমানবন্দর থানায় মামলা দায়ের করলে থানা মামলা গ্রহণ করেনি। ফাতেমা বেগম মেট্রো পলিটন মেজিষ্ট্রেট ২য় আদালত সিলেটের একটি দরখাস্ত মামলা দায়ের করেন। মামলা নং ১০২/ ২০০৪ মামলায় সাহেব বাজার এর দেবাই বহর গ্রামের আব্দুল হামিদ, মোহাম্মদ আলি বটল, আব্দুর রউফ, রইছ আলি সহ ৩৮ জনকে বিবাদী করা হয়েছে। বিমানবন্দর থানা পুলিশ আব্দুল খালিকের পরিবারের মামলা গ্রহণ না করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল হামিদের মামলা রেকর্ড করেন এবং সেই মামলায় কৃষক আব্দুল খালিককে গ্রেপ্তার দেখিয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল তাকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ আব্দুল খালিক এখনও অসুস্থ। তাকে পুর্নাঙ্গ চিকিৎসা না করেই জেল হাজতে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের হামলায় আহত কৃষক তছির আলি, মোঃ মগলুকেও আসামী করা হয়েছে। তারা পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।