ভ্রাম্যমান আদালতের অভিযান : বিশ্বনাথে তিন প্রতিষ্টানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্টানে চার হাজার টাকা জরিমানা আদায় করেছে। উপজেলার পীরেরবাজারে গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট) মুহাম্মদ আসাদুল হক।
জরিমান আদায়কৃত ব্যবসা-প্রতিষ্টান গুলো হলেন-পীরেরবাজারের বনফুল এন্ড কোম্পানী ১৫শত টাকা, রকিব সুইট মিট এক হাজার টাকা ও মৌ-বন সুইটমিট কে ১৫শত টাকা জরিমানা করা হয়েছে। ওই দোকান গুলো পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় এ জরিমান করেন ভ্রাম্যমান আদালত।
এসময় বাজারের অন্য ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক ব্যবসায়ীদের অবহিত করেন। দোকান ঘর পরিস্কার-পরিচ্ছন্ন করে ব্যবসা-প্রতিষ্টান করার পরামর্শ দেন। এতে ব্যবসায়ীরাও সম্মতি প্রকাশ করেন। অভিযানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক এসআই আলাউদ্দিন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, তিনটি ব্যবসা-প্রতিষ্টানে পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।