ফেঞ্চুগঞ্জে নৌকাবাইচে আয়োজক কমিটির নৌকাডুবি : চেয়ারম্যানের অবস্থা শঙ্কটাপন্ন
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় আয়োজক কমিটির নৌকার সঙ্গে কার্গো নৌকার ধাক্কা লেগেছে। এতে আয়োজক কমিটির নৌকাটি ডুবে গেলে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও রেফারিসহ ২০ জন নদীতে ডুবে যান। গতকাল রোববার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন চেয়ারম্যানকে উদ্ধার করলেও তার অবস্থা এখনো শঙ্কটাপন্ন। রাতে প্রতিযোগিতার ফলাফল ঘোষনার কথা থাকলেও চেয়ারম্যান অসুস্থ থাকায় সেটি করা যায়নি বলে আয়োজকরা জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে কুশিয়ারার নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়। বিকালে নৌকাবাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস। সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার ১৩ টি নৌকা এতে অংশ নেয়। নৌকাবাইচ দেখতে শতশত দর্শক কুশীয়ারা নদীর দুই তীরে জড়ো হন। প্রতিযোগিতা চলাবস্থায় মাঝনদীতে একটি কার্গোবাহী নৌকা আয়োজক কমিটির নৌকাকে ধাক্কা দেয়। এতে ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদসহ আয়োজক কমিটির ২০ সদস্যের নৌকাটি ডুবে যায়। ১৯ জন যাত্রী সাতরে তীরে উঠতে পারলেও স্থানীয় লোকজন প্রাণপণ চেষ্ঠা চালিয়ে উদ্ধার করেন চেয়ারম্যান মুরাদকে। বর্তমানে তার অবস্থা শঙ্কটাপন্ন। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।