দূর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে মানব বন্ধন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ শারদীয় দূর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটি ও জাতীয় সংসদে ৬০ টি সংরক্ষিত আসনের দাবীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে এক মানব বন্ধন অনুষ্টিত হয়। জাতীয় হিন্দু মহাজোট নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়র ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিহির কুমার রায় মিন্টু,সাধারন সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক তরু দাশ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সন্তোষ চন্দ্র দাশ,পৌর কাউন্সিলর যুবরাজ গোপ,গোবিন্দ জিউড় আখড়া পুজা কমিটির সাধারন সম্পাদক বিধান চন্দ্র ধর,উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, সাবেক সভাপতি নিতেশ চন্দ্র রায়,সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্তী নান্টু,উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সহ সভাপতি সঞ্জয় দাশ,যুগ্ম সম্পাদক পবিত্র বনিক,ডাঃ অমলেন্দু সুত্রধর, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায় প্রমূখ। মানব বন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাশ,মন্টু লাল আচার্য্য,নিকুঞ্জ পাল নিখিল,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, সাবেক সভাপতি উপজেলা যুবদলের সভাপতি এটি এম সালাম,উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু,উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক বিভু আচার্য্য,সুকেশ চন্দ্র চক্রবর্তী,মিলন হালদার,নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সুবিনয় রায়,সাংবাদিক আব্দুর রকিব হক্কানী,মনিশংকর সরকার,পিন্টু রায়,সাংবাদিক সলিল বরন দাশ,তনয় কান্তি ঘোষ অব্ধন,পৃথ্বিশ চক্রবর্তী,মন্টি কর,বিধান দেব,চারু লাল দেব,দিলীপ বনিক,দিলীপ গোপ,সজল চন্দ্র গোপ,চন্দ্র নাথ বনিক,সীতেশ মহালদার,উজ্বল চক্রবর্তী,বিষ্ণু আচার্য্য,লিপ্টু তালকদার,বিজয় দেব,দিপু গোপ প্রমূখ। মানব বন্ধনে বক্তারা হিন্দু ধর্মের প্রধান বৃৃহত্তম উৎসব শারদীয় দূর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটি ও জাতীয় সংসদে ৬০ সংরক্ষিত আসনের যৌক্তিক দাবী মেনে নেওয়ার জন্য আহবান জানন।