নবীগঞ্জের সহকারী কমিশনারকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায় সংবর্ধনা
উত্তম কুমার পাল হিমেল: নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গতকাল সোমবার বিকালে উপজেলা সভাকক্ষে বদলী হওয়া সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ মাহমুদুল হককে বিদায় উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করেছেন। মাধ্যমিক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং শিক্ষক সালেহ আহমদের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। এতে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জমশেদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল হেলাল,আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরী,গোপলারবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জুল ইসলাম,হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া,হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম বশির আহমেদ,নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ,ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম,এসএনপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উকিল নারায়ন দাশ,সহকারী শিক্ষক মোঃ কুবাদুর রহমান,আব্দুস সাত্তার,আবু সিদ্দিক,মোঃ মহিউদ্দিন আকন্দ,শিলাপদ দাশ,রানু কান্তি দাশ,মোঃ হুমায়ূন কবির প্রমুখ। সভায় বিদায়ী অতিথিকে সমিতির পক্ষ থেকে একটি ক্রেস্ট ও উপহার সামগ্রি দেয়া হয়।