প্রকাশিত হলো বাঁধনের “জোছনা ঝরে”

JochonaJhore_Badhon_coverজি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হলো বাঁধনের প্রথম একক অ্যালবাম “জোছনা ঝরে”।- অ্যালবামে গান রয়েছে মোট ১১টি। গানের কথা গুলোর শিরোনাম হলো- জোছনা ঝরে, জানোনা তো তুমি (ডুয়েট), একটা দুপুর(ডুয়েট), আমায় ভেঙ্গে তোমায় গড়ি, উড়– মেঘ, ও সাজ্না রে, তোমার ভিতর আমার নিবাস, মাতাল প্রেম, আজ বৃষ্টি হবে, জানো না তুমি ও একটা দুপুর। গানের কথা গুলো লিখেছেন- ফয়সাল রাব্বেকিন, রবিউল ইসলাম জীবন, কবির বকুল, এ মিজান, খোকন ও এইচ.এম ইসমাইল। তোমার ভিতর আমার নিবাস গানটি লিখেছেন কন্ঠশিল্পী নিজেই। বাঁধনের সঙ্গে সহশিল্পী কন্ঠ দিয়েছেন ইবরার টিপু ও আনাম। অ্যালবামের সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। অ্যালবাম প্রসঙ্গে বাঁধন বলেন, ছোট বেলা থেকে আমার গানের শখ। আম্মুর কাছেই প্রথম গানের তালিম নেয়া। পাঁচ বছর বয়সেই আম্মুর কাছে সা রে গা মা দিয়ে গানর হাতেখড়ি। আম্মুর স্বপ্নকে বাস্তবায়ন করতেই আমার এ অ্যালবাম জোছনা ঝরে। আশা করি অ্যালবামের প্রতিটি গানই সবার ভাল লাগবে।