ঢাকা রিপোর্টাস ইউনিটিতে জাতীয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটি ও জাতীয় সংসদে ৬০ টি সংরক্ষিত আসনের দাবীতে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট গোবিন্দ প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মুখপাত্র পলাশ কান্দি দে,যুগ্ম মহাসচিব ডাঃ এম কে রায়,অফিস সম্পাদক বিজয় কুমার ভট্রাচার্য্য,বিশ্ব হিন্দু পরিষদের সভাতি মনোজ কুমার মন্ডল,জাতীয় হিন্দু মহাজোট ঢাকা দক্ষিন সভাপতি সমীর সরকার,উত্তর সাধারন সম্পাদক অখিল মন্ডল প্রমূখ। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এ সময় হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজায় ৩ দিনের সরকারী ছুটি ও জাতীয় সংসদে ৬০ টি সংরক্ষিত আসনসহ অন্যান্য যৌক্তিক দাবী তুলে ধরেন।