মুজিবুর রহমান ও চৌধুরী মুমতাজকে মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা জানিয়েছে কানাইঘাট প্রেসক্লাব
কানাইঘাট প্রতিনিধি: দৈনিক মানব জমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজকে অন্যায় ভাবে সাজানো মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজকে যে ভাবে সাজানো মামলায় পুলিশ গ্রেফতার করেছে তা নিন্দা জানানোর ভাষা নেই। অবিলম্বে তাকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সিলেটের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনবে। সেই সাথে দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানের মুক্তির দাবী জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি বাবুল আহমদ, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দফতর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মঈনুল হক বুলবুল, শাহাজাহান সেলিম বুলবুল, কোহিনূর চৌধুরী, আব্দুন নূর, মাহবুবুর রশিদ, কাওছার আহমদ, সাংবাদিক বদরুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।