কাজিটুলায় মাংসের টুকরায় ‘আল্লাহু’
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর কাজিটুলার এক বাসায় মাংসের টুকরার ওপর ‘আল্লাহু’ লেখা পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আর অলৌকিক এই ঘটনা দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন সে বাসায়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় কাজিটুলার বাসিন্দা অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরীর বাসার ভাড়াটে ইকবাল আহমদের ঘরে অলৌকিক এ ঘটনার আর্বিভাব হয়। প্রত্যদর্শী অ্যাডভোকেট আব্দুর রহমান, আমার বাসার ভাড়াটে ইকবাল রমজান মাসের শেষ দিকে কাজিটুলার শাহিনের দোকান থেকে মাংস কিনেন। তিনি কিছু মাংস ফ্রিজে রেখেদেন। গতকাল সন্ধ্যায় ইকবালের স্ত্রী ওই মাংস ফ্রিজ থেকে বের করে রান্না করতে গেলে এক টুকরো মাংস ভেসে ওঠে। এক পর্যায়ে তিনি মাংসটি হাড়ি থেকে তুলে দেখেন আল্লাহু লেখা। এসময় তিনি চিৎকার করলে আমরা তাদের ঘরে যাই। দেখি মাংসটির ওপরে আল্লাহু লেখা রয়েছে। পরে মসজিদের ইমাম সাহেবকে খবর দিলে তিনি আসেন।
এ ব্যাপারে কাজিটুলার জঙ্গলশাহ্ মঙ্গলশাহ্ মসজিদের ইমাম ও খতিব ওয়াহিদুজ্জামান জানান, ‘মাংসের টুকরোটিতে স্পষ্টই আল্লাহু লেখা রয়েছে। আল্লাহ সবই তার নিজ কুদরতের মাধ্যমে ভ্রান্ত মানুষকে সঠিক পথে চালানোর জন্যে মাঝে মাঝে অলৌকিক কিছু করেন। এই ঘটনাটি হয় তো তারই উদাহারণ।’ তিনি বলেন, আল্লাহর প্রত্যেকটি সৃষ্টির মাঝে তাঁর নাম লেখা থাকে। আমরা অনেকটাই দেখতে পাই আবার অনেকটা দেখতে পাইনা।