মৌলভীবাজারে মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের দায়িত্ব হস্তান্তর
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজারে জেলা ইউনিট কমান্ডের দায়িত্ব হস্তান্তর অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্টিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মাহমুদুল হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান,পুলিশ সুপার তোফায়েল আহমদ, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, প্রকৌশলী আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ চৌধুরী প্রমূখ।প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের উদ্যেশ্যে বলেন, আমাদের স্বাভাবিক নিয়মে লেখা পড়া করলেই হবে না, এখন কম্পিউটারের যোগ। বাচ্চাদের কম্পিউটার ও শিা দিতে হবে।তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, আমরা অনেক কিছু ভুলে যাই, যারা নিজেদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করলেন তারা আমাদের হাতে আবার মৃত্যুবরণ করেন। কাজেই মুক্তযোদ্ধাদের সম্মান দেখাতে হবে।পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দায়িত্ব হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের নতুন দায়িত্ব গ্রহন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন।