গোবিন্দগঞ্জে মিছিলের নামে ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা ছাত্রলীগের নিন্দা
ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিলের নামে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। তাদের দেয়া লিখিত এক বিবৃতিতে উল্লেখ করেন, গত শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ভূয়া সাহিত্য সম্পাদক নামধারী টিএম রায়হান আহমদ কর্র্তৃক শান্তিপূর্ণ গোবিন্দগঞ্জে ককটেল ফাঁটিয়ে যে সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টি করেছেন, তা অত্যন্ত দু:খ জনক। মহান এ শোকের মাসে বিশৃঙ্খলা সৃৃষ্টিকারী ছাত্রলীগ নামধারীর সর্বত্র স্বাস্থি পাওয়া অবশ্যক। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। নিন্দা জ্ঞাপন কারিরা হলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার আল মামুন, মানব উন্নয়ন বিয়ষক সম্পাদক এমএ গফফার, সহ-সম্পাদক ফয়জুল আলম লিটন।