শতবর্ষ উদযাপন পরিষদ গঠন : প্রধান উপদেষ্ঠা সুরঞ্জিত : ঠাই হলো না নাছিরের
জুবের সরদার দিগন্ত: দিরাই উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ গতকাল বৃহস্পতিবার গঠন করা হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে প্রধান উপদেষ্ঠা করে বিভিন্ন শ্রেনী পেশার ১৭ জনকে উপদেষ্ঠা করলেও সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরীর ঠাই হয়নি এই কমিটিতে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতৃবৃন্দ, তারা অভিলম্বে নাছির উদ্দিন চৌধুরীকে উপদেষ্ঠা কমিটিতে রাখার আহবান জানান অন্যতায় আন্দোলনের হুমকি দেন তারা। এ ব্যাপারে কমিটির আহবায়ক দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা হাফিজুর রহমান তালুকদার বলেন, আমরা আজ (গতকাল বৃহস্পতিবার) উপজেলা নির্বহী কর্মকর্তার সম্মেলনকক্ষে উদযাপন পরিষদের সভা হয়, এতে সর্ব সম্মতিক্রমে সুরঞ্জিত সেনকে প্রধান উপদেষ্ঠা করে ১৭ জন উপদেষ্ঠা, আলহাজ আব্দুল কুদ্দুস, আলতাব উদ্দিন, আমি (হাফিজুর রহমান তালুকদার) সহ সাবেক ও বর্তমান মেয়রকে আহবায়ক করে ১০৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এক প্রশ্নে জবাবে হাফিজুর রহমান বলেন, আমার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে উপদেষ্ঠা পরিষদে রাখতে সাংবাদিক সম্মেলনসহ অনেক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ কওে ব্যর্থ হয়েছি। আগামী মঙ্গলবার আবার আমরা মিটিংয়ে বসবো, সেদিন হয়তো কমিটিতে কিছুটা রদবদল হতে পারে।
দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান বলেন, দিরাই উচ্চ বিদ্যালযের ছাত্র নয় এমন অনেককে উপদেষ্ঠা ও আহবায়ক কমিটিতে রাখা হলেও আমাদের নেতা নাছির চৌধুরীকে ওই বিদ্যালয়ের ছাত্র নন এই অজুহাত দেখিয়ে উপদেষ্টা কমিটিতে না রাখা এটা সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক হীনমান্যতার পরিচয়, সুরঞ্জিত সেন করো সাথে পরামর্শ না করে, নিজের পচন্দের কিছু লোক দিয়ে এ কমিটি করেছেন, আমরা এ কমিটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে নাছির চৌধুরীকে উপদেষ্ঠা কমিটিতে অর্ন্তভুক্ত করার আহবান জানান তিনি।