ভাইদের হাতে ভাই সাজন এর হত্যাকারীরা ‘অজ্ঞাতনামা’
সুরমা টাইমস রিপোর্টঃ নগরীর ঘাসিটুলা এলাকায় সম্পতির জন্য ভাইদের হাতে ভাই খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৫(৮)২০১৪। এসএমপি কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে নিহত শাহজান আহমদ সাজনের বড় ভাই বাদি হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার রাত আড়াইটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সাজনকে মারধর করে তার চাচাতো ভাই ময়না মিয়ার ছেলে সাইদুর রহমান ও তার সহযোগইরা। গুরুতর আহত অবস্থায় শাহজান আহমদ সাজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার ভোরে সে চিকিৎসাধীর অবস্থায় মারা যায়।
শাহজান আহমদ সাজন ঘাসিটুলা সুবজ সেনা ব্লক বি ৭৩ নং বাসার বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে। নিহতের স্ত্রী শেলী বেগমের অভিযোগ সম্পত্তি থেকে বঞ্চিত করতে খুন করা হয়েছে তার স্বামীকে। তবে পুলিশ বলছে, সে মাদকাসক্ত ছিলো।