ওরা ছাত্রলীগ না ছাত্রদল? অভিযোগ ছাত্রদলের পদবঞ্চিতদের

10-11-14সুরমা টাইমস ডেস্কঃ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখানকারী পদবঞ্চিত বিদ্রোহী নেতারা বলেছেন, নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটির ২ মাস অতিবাহিত হলেও দলের ত্যাগি পদবঞ্চিত এবং মূলধারার নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা যখন স্বাভাবিক কোন কার্যক্রম করতে পারছে না, তখন ৮ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নবগঠিত ছাত্রদলের নেতৃবৃন্দরা যে র‌্যালীর আয়োজন করল সেই র‌্যালীতে সিলেট বাসী কি দেখতে পেল? ওটাকি ছাত্রদলের র‌্যালী ছিল, নাকি ছাত্রলীগের র‌্যালী ছিল তা নিয়ে আমাদের ও জনগনের হাজার প্রশ্ন? সোমবার বিকাল ৩ টায় সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন পদবঞ্চিত নেতারা। তারা আরো বলেন, একই দিবস পালন করতে প্রশাসনের অনুমতি থাকা স্বত্ত্ব্ওে একটি পক্ষ পুলিশের বর্বরতা ও হয়রানির শিকার হলেও অপর পক্ষকে পুলিশ নিশ্চিন্ত নিরাপত্তার বেষ্টনী দিয়ে র‌্যালী করাচ্ছে। ছাত্রদলের এই দুটি ভিন্ন চিত্র নিয়ে তৃণমুল ছাত্রদল সহ সিলেটবাসীকে যে প্রশ্নের মুখোমুখি করেছে তা আজ মহামূল্যবান একটি প্রশ্ন। পদবঞ্চিত নেতারা বলেন, সিলেট ছাত্রদলের কোন পক্ষটি বর্তমান ফ্যাসীবাদী সরকারের চক্ষুসাল আর কোন পক্ষটি তাদের আপন? তাছাড়া তারা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে অবৈধ পকেট কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করার আহ্বান জানান এবং অবিলম্বে সকল কারাবন্দী নেতাকর্মীদেরকে মুক্তি দিয়ে ছাত্রদল নেতাকর্মীদেরকে পুলিশী হয়রানী বন্ধের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল মজিদ, অর্জুন ঘোষ, কামরুজ্জামান দিপু, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া, এখলাছুর রহমান মুন্না, নাজিম উদ্দিন পান্না, হানুর ইসলাম ইমন, আব্দুর রউফ, আব্দুল মালেক প্রমুখ।