‘মেরি কম’ ছবিতে টেকো মাথায় প্রিয়াঙ্কা (ভিডিও)

priyankaসুরমা টাইমসঃ অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার মেরি কমের জীবনী নিয়ে বানানো ‘মেরি কম’ ছবির প্রথম ঝলকে প্রিয়াঙ্কার চোপড়ার পেশিবহুল হাত দেখেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল দর্শক। সবার জন্য যে আরও চমক অপেক্ষা করছে তা কে জানতো!
এ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে তাকে টেকো মাথায় দেখা যাবে। গত ২৩ জুলাই মুক্তি পাওয়া ছবিটির ট্রেলারে যুক্ত হয়েছে সেই দৃশ্য।
ছবির প্রয়োজনে ন্যাড়া হতে আপত্তি তো দূরের কথা, বরং এজন্য প্রিয়াঙ্কা বেশ উচ্ছ্বসিত বলে জানালেন। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্য, ‘মেরি কম নিজের জীবনে প্রয়োজনে ন্যাড়া হয়েছেন। দৃশ্যটি তার জীবন থেকে নেওয়া। এজন্য আমি খুবই উচ্ছ্বসিত। সবার আগে আমি একজন অভিনয়শিল্পী। যে চরিত্রই নির্বাচন করি না কেন, তার প্রতি সম্পূর্ণ সত্‍ থাকা আমার দায়িত্ব। এটা আমার কাছে নিজের চ্যালেঞ্জ। ছবির প্রয়োজনে ন্যাড়া হতে আমার কোনও অসুবিধা হয়নি। বরং আমি খুবই উচ্ছ্বসিত।’
বাস্তব জীবনে কি কোনোদিন ন্যাড়া হবেন? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি সবসময় নতুন নতুন রূপে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়ে। কাজেই কে বলতে পারে একদিন হয়তো সত্যিই ন্যাড়া হয়ে যেতে পারি।’
বক্সিংয়ের স্বপ্ন দেখা মেরি কমের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এতে কাজ করা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘কারণ ছাড়াই আমি সবসময় অবাধ্য হয়ে যেতে পারি। এই গল্পের সঙ্গে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। কারণ মেরি কমের মতো আমিও মধ্যবিত্ত সমাজ থেকে উঠে এসেছি। সর্বোপরি গল্পটা নিয়ম ভাঙার। বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার। সব সফল ব্যক্তিই জীবনের নানা বাধা পেরোতে পেরেছেন।’
ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে, ছবিটিতে কাজ করতে গিয়ে অনেক ঘাম ঝরাতে হয়েছে প্রিয়াঙ্কাকে। তিনিও স্বীকার করেছেন তা। তার মতে, এটাই তার জীবনের সবচেয়ে কঠিন চরিত্র। সঞ্জয়লীলা বানশালি প্রযোজিত ও উমঙ্গ কুমার পরিচালিত ‘মেরি কম’ মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর।