কুলাউড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩
মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চকের গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মায়া বেগম (৪০), খোকন মিয়া (২৬), লেখন মিয়া (২২), জহুরা বেগম (৪৭), ছাতির মিয়া (২৯), রুকন মিয়া (২৫), ইমন আহমদ (২৯), আফজল মিয়া (৩৫), রুহেল (৩২), লেবু মিয়া (২৮), লতিফ মিয়া (২৬), রমিজ আলী (৪৫) ও লিলু মিয়া (৪৮)। আহতদের কুলাউড়া স্বাস্থ্যা কমপ্লেক্সে ও দু’জনকে সিলেট ওসমানি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমিজ আলী ও লিলু মিয়া মধ্যে রাতে কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ছইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।