দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন
শামসুল আলম সভাপতি জুবের সরদার সম্পাদক
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সেন মার্কেটে ২০১৪-১৫ সালের কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সহ সভাপতি একে কুদরত পাশা। সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক সিলেট বানীর দিরাই প্রতিনিধি মোঃ শামসুল আলমকে সভাপতি ও দৈনিক মানবজমিন দিরাই প্রতিনিধি জুবের সরদার দিগন্তকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক আবুল হোসাইন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক নিপা চৌধুরী, নির্বাহী সদস্য শামছুল ইসলাম সরদার, একে কুদরত পাশা ও মুজাহিদুল ইসলাম সরদার। নব গঠিত কমিটিকে অভিনন্দন জানান, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ভারপ্রাপ্ত পৌর মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাইয়ুম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রশিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাও. কামাল হোসেন, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সর্দার রফিক।