স্বাধীনতা দিবসে জিটিভি’র বিশেষ আয়োজন
সুরমা টাইমস বিনোদনঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিটিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা’র। সকাল ১১টা ৩০মিনিটে প্রচারিত হবে নারায়ন ঘোষ মিতা পরিচালিত বিশেষ পূর্ণদৈর্ঘ বাংলা চলচ্চিত্র ‘আলোর মিছিল’ এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক, ববিতা, রাজ্জাক, আনোয়ার হোসেন, সুজাতা প্রমূখ। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সোহেল রানার প্রযোজনায় স্বাধীনতা দিবসের বিশেষ ‘এই সন্ধ্যায়’। -এতে অতিথি হিসেবে থাকবেন শহীদ বুদ্ধিজীবি শহিদুল্লা কায়সারের পতœী পান্না কায়সার। রাত ৮টায় প্রচার হবে কন্ঠশিল্পী লিজার উপস্থাপনায় স্বাধীনতা দিবসের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ভালোবাসি গান’ এতে স্বধীনতার গান পরিবেশন করবেন এই প্রজন্মের দুই সঙ্গীত শিল্পী বাপ্পী ও কেয়া। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শ্যামলী রানী সরকার। রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে কমল চাকমার পরিচালনায় বিশেষ নাটক ‘শহীদ মোছাম্মৎ কুলসুম বেগম’। -এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শশী, রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী,পরেশ আচার্য, কেয়া ও শিশুশিল্পী তানহা। নাটকটি রচনা করেছেন আল মনসুর। রাত ১১টা ০৫মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আবারো শুনতে ইচ্ছে করে’। -মোহাম্মদ রফিকুজ্জামানের উপস্থাপনায় ও নজরুলের ইসলাম খানের প্রযোজনায় অনুষ্ঠানে স্বাধীনতার গান পরিবেশন করবেন রেবেকা সুলতানা, রুখসানা মমতাজ, সুস্মিতা সেন, জন, সুমিত দেউড়ি ও কাজল মেহমুদ।