নিরাপত্তার চাদরে সিলেট নগরী : মাঠে তৎপর দেড় হাজার পুলিশ
সুরমা টাইমস ডেস্কঃ নগরবাসীর নিরাপত্তায় শবে বরাতের রাতে সিলেট মহানগর পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো নগরী। মুসল্লীদের নির্বিঘ্নে ইবাদত বন্দেগি করার সুযোগ করে দিতে নগরীর নিরাপত্তায় প্রায় দেড় হাজার পুলিশ সদস্য মাঠে থাকবেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পেলে সাথে সাথে অ্যাকশনে যাবে পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ এমন তথ্য জানিয়েছেন ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়- পবিত্র শবেবরাত উপলক্ষে সিলেট মহানগরীর মাজারগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই রাতে জেয়ারত ও দোয়া-দুরুদের জন্য মাজারগুলোতে বিপুল পরিমাণ লোকের সমাগম হওয়ায় অপ্র্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায় শবেবরাত উপলক্ষে মাজারভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রত্যেকটি মাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৬টি থানার মোবাইল টিম সব সময় টহল দিবে।
রাস্তায় মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আতশবাজি ও পটকা ফুটানোও নিষিদ্ধ করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, হয়রত শাহজালাল (র.), শাহপরান (র.), শাহ সুন্দার (র.), বোরহান উদ্দিন (র.) মানিক পীর (র.) মাজারসহ ৩৬০ আউলিয়ার মাজারকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থানার মোবাইল টিমগুলোকে মাজার এলাকায় বেশি করে টহল দিতে বলা হয়েছে।