আর্জেন্টিনার ক্ষুদে সমর্থক
তজম্মুল আলী রাজুঃ তারা তিন সহোদর। নাম সাব্বির, তানভির ও আবির। তিনজনেরই প্রিয় দল আর্জেন্টিনা। ক্ষুদে তিন আর্জেন্টাইন ভক্তের গ্রামের বাড়ি বিশ্বনাথ থানার কারিকোনা দূর্গাপুর। রাত জেগে বিশ্বকাপ খেলা দেখার আখাংকা প্রকাশ করেছে তারা। আর্জেন্টিনার ক্ষুদে তিন ভক্ত সবার কাছে দোয়া চায় তাদের প্রিয় দল যেন চ্যাম্পিয়ন হয়।