জকিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা
জকিগঞ্জ প্রতিনিধিঃ গতকাল বুধবার সকাল ১১ টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল মেলা উদ্ভাবনী অনুষ্টান অনুষ্টিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনসাধারন উপকৃত হচ্ছে। ছাত্র ছাত্রীর ভর্তি সমস্যা, বিদেশ গমনে ই তথ্য কেন্দ্রের মাধ্যমে অল্প খরচে পাসপোর্ট বিদেশে পঠানো সহ অনেক সমস্যার সমাধানে সরকার ইউনিয়ন পর্যায়ে ই তথ্য কেন্দ্র সেবা দিয়ে যাচ্ছে। এই সেবার মাধ্যমে সরকার জনগনের দুরগোঢ়ায় চলে আসছে। উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকতা নুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া বেগম, ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মানিক মিয়া, উপজেলা শিক্ষা কর্মকতা শফিকুল ইসলাম খান, সাংবাদিক এনামুল হক মুন্না প্রমূখ।
মেলায় উপজেলার ৯ টি ইউনিয়ন ই-তথ্য কেন্দ্র, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংকের ২টি শাখা ও জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা মেলায় অংশ গ্রহন করে।