চোখের জলে সুবর্নাকে শেষ বিদায় জানালেন সহকর্মীরা
ডেস্ক রিপোর্ট :: অশ্রুসিক্ত নয়নে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ও নৃত্যশিল্পী সুবর্না সাহাকে শেষ বিদায় জানিয়েছেন সহকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় সুবর্নার মরদেহ। সেখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকর্মী, বিভিন্ন সংগঠন ও সিলেটের সংস্কৃতিকর্মীরা। শ্রদ্ধাজ্ঞাপনের সময় কান্নায় ভেঙে পরেন সুবর্ণা সহকর্মীরা।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সুবর্নার মরদেহ নিয়ে যাওয়া হয় নাইওরপুলস্থ সিলেট রামকৃষ্ণ মিশনে। সেখানে প্রার্থনা শেষে শেষকৃত্য সম্পন্নের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় চালিবন্দরস্থ মহাশশ্মানঘাটে।
উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় কাজল শাহ এলাকার ভাড়া বাসার (৫২/৩) নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সুবর্ণা সাহার(৩২) মরদেহ উদ্ধার করে পুলিশ।