চলছে আধাবেলার হরতাল : সিলেটে সাড়া নেই
ডেস্ক রিপোর্টঃ সোহাগী জাহান তনু হত্যাসহ সারাদেশে খুন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ সোমবার সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। সকাল ৬টায় শুরু হওয়া এ হরতালে সিলেটের জনজীবনে কোনো প্রভাব পড়েনি। স্বাভাবি দিনের মতই চলাচল করছে যানবাহন। সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও পিকেটিং বা গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে, হরতাল উপলক্ষে নগরীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
রবিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ বলেছেন, ২৫ এপ্রিলের অর্ধদিবস হরতাল শুধু তনু হত্যার বিচারের দাবিতে নয়, সারাদেশে খুন, ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে ছাত্র জনতার সচেতন প্রতিরোধের ডাক।
এছাড়া জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তনু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এবং পাহাড় ও সমতলে অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, গুম এবং বিচারহীনতার বিরুদ্ধে ছাত্ররা এ হরতাল পালন করবে।