সাংবাদিক শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে
ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টার ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক রেহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার দুপুর তিনটার দিকে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের আদালত। এর আগে আদালতে হাজির করে তার সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়। মানবজমিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, ২০১৫ সালের আগস্ট মাসে পল্টন থানায় সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা (নং-১) হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা আজ সকালে শফিক রেহমানকে গ্রেপ্তার করেন। শফিক রেহমান সম্প্রতি অনুষ্ঠিত বিএনপি’র কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক প্রস্তুতি উপ কমিটির আহবায়ক ছিলেন।
মানবজমিনের হাতে আসা মামলার এজাহারে দেখা যায়, গত বছরের ৩রা আগস্ট পল্টন থানায় মামলাটি দায়ের হয়। তবে এ মামলার এজাহারে তার নাম ছিল না। জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের নাম উল্লেখ করে দেশে ও দেশের বাইরে অবস্থানরত বিএনপি ও ২০ দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে এ মামলার আসামি করা হয়েছিল। মামলায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।