দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসকাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
মহিম সভাপতি, নুরুল সাধারন সম্পাদক
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসকাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৬-২০১৭। গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় শান্তিগঞ্জ বাজারস্থ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসকাবের অস্থায়ী কার্যালয়ে উক্ত সম্মেলনা অনুষ্ঠত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্ধিতায় দৈনিক জালালাবাদের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি মহি উদ্দিন মহিমকে সভাপতি, দৈনিক সিলেটের ডাক ও দৈনিক সুনামগঞ্জের ডাকের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল হক কে সাধারণ সম্পাদক এবং বজ্রকন্ঠ.কম এর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম এ কাসেম চৌধুরী, সহ-সভাপতি এমজেএইচ জামিল, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন, সাংগঠনিক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জুনায়েদ চৌধুরী জীবন, আইন বিষয়ক সম্পাদক রুকন উদ্দিন, দপ্তর সম্পাদক শহীদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা খাইরুন নেছা নিপা, নিবার্হী সদস্য মনিরুজ্জামান বারী সুজন, দিলোয়ার হোসেন বাবু, জিল্লুল হক জিলু, সদস্য রুবেল মিয়া, মারুফ হোসেন মুজিব, আলাল হোসেন, আলমগীর হোসেন, সেলাল আহমদ, জান্নাতুন নেছা, নাঈম আহমদ তালুকদার, গোলাম সারোয়ার মাছুম, লুৎফা খানম রুজি, সমীরণ দাশ সুবীর, শামসুল ইসলাম মামুন।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যাপক শেরগুল আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হক, এডভোকেট কামাল হোসেন, সুনামগঞ্জ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আসম খালিদ, সুনামগঞ্জ জেলার বিশিষ্ট সমাজকর্মী আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, মোস্তাক আহমদ, মোহনা টেলিভিশন ও ৭১ নিউজের জেলা প্রতিনিধি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসকাবের সাবেক সভাপতি কুলেন্দু শেখর দাশ, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি অয়ন চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফরিদ মিয়া, শান্তিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া প্রমুখ।