সিলেট শিক্ষা বোর্ডে বহিস্কার ৪, অনুপস্থিত ৬৮৬
ডেস্ক রিপোর্ট :: সিলেটে শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় নকল করার অভিযোগে ৪ জন পরীক্ষার্থীকে বহিস্কার হয়। এছাড়া পরীক্ষায় ৬৮৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান- অনুপস্থিত পরীক্ষার্থীদেও মধ্যে সিলেট জেলায় ২৮৪ জন, মৌলভীবাজার জেলায় ১৪৪ জন, হবিগঞ্জ জেলায় ১৩৬ জন ও সুনামগঞ্জ জেলায় ১২২ জন ছিল। বহিস্কৃত ৪ জনের মধ্যে ৩ জন মৌলভীবাজার জেলার ও ১ জন সুনামগঞ্জ জেলার পরীক্ষার্থী ছিলেন।