সিলেটের পানসী ও পাচঁ ভাই রেষ্টুরেন্টে ভেজাল খাবার : জরিমানা আদায়
ডেস্ক রিপোর্ট :: তুলনামূলক কম খরচে সুস্বাদু খাবারের জন্য সুনাম অর্জন করলেও ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হয়ে আসলো রেস্টুরেন্ট দু’টির অন্দরমহলের আসল চিত্র। সিলেটের জল্লারপাড়েই এই দুই রেস্টুরেন্ট অবস্থিত।
আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারীরা অভিযান চালিয়ে রেস্টুরেন্ট দুইটি’র পরিবেশ ও খাবারে মান দেখেন।অভিযানের পর তারা জানান,এই দুই রেষ্টুরেন্টের খাবারের মান এবং পরিবেশ খুবই অস্বাস্থ্যকর।যা প্রতিটি মানুষের জন্য হুমকী স্বরূপ। অভিযানকারীরা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানা আদায় করেন।
একই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস রাখার অপরাধে পাঁচভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের কারণে পানসীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫ হাজার টাকা।
এছাড়া রাশেদ রেস্টুরেন্ট নামের আরেক প্রতিষ্ঠানকে নোংরা পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিংহা।
অভিযানকালে তার সাথে ছিলেন ভ্যাটেরিনারী সার্জন মাহবুব আলম।