টিলাগড়ে ছাত্রলীগের নিপু ও রায়হান গ্রুপের পাল্টাপাল্টি হামলা, হোটেল ভাঙচুর
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের নেতাকর্মীদের মাঝে হামলার এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়- শুক্রবার সন্ধ্যায় টিলাগড় পয়েন্টস্থ আজমির হোটেলে রায়হান সমর্থক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবের খান কয়েকজন কর্মী নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় নিপু সমর্থক জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ ও ছাত্রলীগকর্মী সৌরভ দাশ সেখানে যান।
উভয় পক্ষের মধ্যে এসময় কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে জুবের খানের সাথে থাকা নেতাকর্মীরা আকাশকে মারধর করেন। এর কিছুক্ষণ পর আকাশ তার সহযোগীদের নিয়ে আজমির হোটেলে এসে জুবেরকে খুঁজতে থাকে। জুবেরকে না পেয়ে তারা আজমির হোটেলে হামলা চালিয়ে সামনের গ্লাস ভাঙচুর করে। শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার কথা স্বীকার করে বলেন- পুলিশ আসার আগেই তারা পালিয়ে গেছে।