কমলগঞ্জে বালু উত্তোলনের দায়ে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছয়কুট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হোসেন মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাটি ও বালুমহাল ২০১০ আইনের ১১ ধারায় হোসেন মিয়াকে এ জরিমানা করা হয়।