সদরে ইউপি নির্বাচন: বাড়ছে ভোটারদের উপস্থিতি
ডেস্ক রিপোর্ট :: সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে আজ মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। ভোট গ্রহণের শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইন।
সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, খাদিমনগর, খাদিমপাড়া, টুলটিকর, টুকেরবাজার, মোগলগাঁও এবং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৯৫টি কেন্দ্রের ৬০৪টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করছেন দুই লাখ ৭ হাজার ৩৭০ জন ভোটার।
এদিকে সকাল থেকে এ প্রতিবেদন লেখা সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন ছন্দা