সৈয়দ আশরাফ অসত্য বলেছেন: রিজভী
ডেস্ক রিপোর্ট :: বিএনপির কাউন্সিলের আমন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অসত্য কথা বলেছেন বলে দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বলেন তিনি।
রিজভী বলেন,“আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ নিয়ে মিথ্যা কথা বলছেন বলব না। একটু ভদ্রোচিতভাবে বলতে চাই, তিনি অসত্য কথা বলেছেন।”
রিজভী বলেন, “তিনি (সৈয়দ আশরাফ)দেশের একজন সুপরিচিত রাজনৈতিক নেতা। আমাদের যে প্রতিনিধিদল গিয়েছিলেন, তারা নিজে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সভাপতি শেখ হাসিনার কার্ড দিয়েছেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কার্ড সেখানে দিয়েছেন। কিন্তু তার মতো দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এ ধরনের কথা বলবেন, এটা সত্যি খুব দুঃখজনক।”
শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের সৈয়দ আশরাফ জানান, বিএনপির সম্মেলনের আমন্ত্রণ পাননি তিনি।
শনিবারই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।