নড়াইলে ছাত্র ও যুবদলের ১২ নেতা জেলহাজতে
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ছাত্র ও যুবদলের ১২ নেতাকে মঙ্গলবার (২০ মে) দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সালেহুজ্জামান আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এরা হলেন জেলা যুবদলের যুগ্মআহবায়ক জাবেদুল হক জনি, শ্রমিকদল নেতা কামরুল বিশ্বাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন, সহ-ক্রীড়া সম্পাদক সৈয়দ রুবাইত সাথিন, সদস্য এসএম আরাফাত ও খন্দকার এহসানুল সাইদ বাবুসহ ১২ জন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৭ অক্টোবর নড়াইল চৌরাস্তায় পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের ৫০ জনের নামে মামলা করা হয়। নড়াইল সদর থানার এসআই মানিক চন্দ্র বাদি হয়ে এ মামলা করেন। আসামিদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার, জেলা ছাত্রদল সভাপতি শাহরিয়ার রিজভী জজ, সহ-সভাপতি রাজিবুর রহমান রাজীবসহ ১৯ নেতাকর্মী মঙ্গলবার আদালতে হাজিরা দেন। এর মধ্যে আব্দুল কাদের শিকদার, শাহরিয়ার রিজভী জজ, রাজিবুর রহমানসহ ৭ নেতাকর্মী জামিন পেয়েছেন।