ভাবীর সাথে পরকীয়া, দেবর খুন
সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর উত্তরখান এলাকা থেকে ইমরান হোসেন (১৭) নামে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তার চাচাতো ভাইয়ের স্ত্রীর (ভাবী) সাথে পরকীয়ার কারনে তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, গত শুক্রবার রাত সোয়া দুইটার দিকে উত্তরখানের দুবাডিয়ার রহমান নগর বালুর প্রজেক্টের মধ্যে ইমরানের লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বড় ভাই মাইজ উদ্দিন জানান, গত ১৩ মার্চ সন্ধ্যায় ৬ টার দিকে ইমরানের বন্ধু সাদিবর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই ইমরান নিখোঁজ ছিল। এ ঘটনায় মাইজউদ্দিন গত ২১ মার্চ দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানিয়েছে, চাচাতো ভাইয়ের স্ত্রী তাসলিমার সাথে ইমরানের পরকীয়া সম্পর্ক থাকায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাসলিমাকে গ্রেপ্তার করেছে। নিহত ইমরান হোসেন দক্ষিণখানের সোনারখোলা গ্রামের নিজামউদ্দিনের ছেলে। এ ঘটনায় উত্তরখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।