ঠিকানা বলতে পারে না স্টেডিয়াম এলাকা থেকে উদ্ধার আবু বকর
ডেস্ক রিপোর্টঃ ছেলেটি কেবল তার বাবা মায়ের নাম বলতে পারে। বলতে পারে সে যে মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসার নাম। তবে বাড়ির ঠিকানা বা কারো ফোন নাম্বার বলতে পারে না ছেলেটি।
রোববার সিলেট জেলা স্টেডিয়াম এলাকা থেকে উদ্ধার করে আবু বকর (১০) নামের এই শিশুকে কতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম।
সেলিম বলেন, রোববার সারাদিন আবু বকর সিলেট স্টেডিয়াম এলাকায় ছিলো। রাতেও সে ফিরে না যাওয়ায় স্টেডিয়ামের কর্মকর্তারা তার নাম ঠিকানা জানতে চান। এসময় আবু বকর জানায়, তার বাবার নাম খলিলুর রহমান ও মা আলিয়া বেগম। বাবা প্রবাসী। তবে বাড়ির কোনো ঠিকানা বলতে পারেনি সে।
আবু বকর ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের কাছে জানায়, সে কুমিল্লার দাউদকান্দির জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ শ্রেণীর ছাত্র।
আবু বকর সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে জানিয়ে মাহিউদ্দিন সেলিাম বলেন, তার হাতে একটি কাপড়ের ব্যাগ ছিলো। রাত ১০ টার দিকে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তোলে দেওয়া হয়েছে।