দাখিল পরীক্ষায় বিশ্বনাথের ছহিফাগঞ্জ মাদ্রাসার সাফল্য
বিশ্বনাথ প্রতিনিধি
প্রতি বছরের মত এবারও দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রাসা। এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসা থেকে ৪৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে উত্তীর্ণ হয়েছে ৪৩ জন। এর মধ্যে ৭টি জিপিএ-৫, ৩২টি এ গ্রেড, ২টি এ মাইনাস ও ১টি বি গ্রেড পেয়ে পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীন হয়েছে শিক্ষার্থীরা।
বিশ্বনাথের পল্লীতে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি প্রতিবছর ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। দাখিল পরীক্ষায় মাদ্রাসার এই কৃতিত্বপূর্ন ফলাফলে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন, মাদ্রাসার এই কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনের পেছনে রয়েছে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্ঠা, নিঃস্বার্থ ও নিরলস পরিশ্রমের মনোভাব।