প্রশিক্ষন শিক্ষকেরাই জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন …ড. আহমদ আল কবির
সিলেট শহরস্থ সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের ২০১৬ শিক্ষাবর্ষের বি.এড শ্রেনীর কার্য্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান কলেজ মিলনায়তনে গতকাল সকালে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে ও প্রভাষক মতিল লাল মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন সাব্বির আহমদ। প্রধান অতিথি’র বক্তব্যে স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বলেন, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরাই ছাত্রদেরকে মেধা ও শ্রম দিয়ে সুশিক্ষিত করে জাতী গঠনে ভূমিকা রাখতে পারে। দেশ প্রেমে উজ্জীবিত হয়ে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষাদানের জন্য নিজেদেরকে তৈরি করতে বি.এড প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি প্রশিক্ষণার্থীদেরকে তথ্য ও প্রযুক্তি ও ইংরেজীতে দক্ষতা অর্জনের জন্য আহ্বান জানান। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. শওকত আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মো. মাজেদ আহমদ চঞ্চল, সিলেট কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমদ, আহমদুল হক চৌধুরী বেলাল, হালিম আহমদ ও মিনাক্কী সাহা প্রমূখ।