জগৎ মঙ্গল কামনায় অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্তন মহোৎসব
শিবানী-মাধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ট্রাস্ট প্রতিষ্ঠাতা সঞ্জয় কান্তি দেব এর গোটাটিকর পৈত্যপাড়াস্থ (শিববাড়ী) বাড়ীতে প্রয়াত পূর্বপুরুষদের বিদেহী আত্মার মুক্তি ও জগৎ মঙ্গল কামনায় অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে অদ্য ৯ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০-০০ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত হরিনাম কীর্তন ও শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা, পরিবেশনায় শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী (অধ্যক্ষ, ইসকন সিলেট ও সহ-সভাপতি, ইসকন বাংলাদেশ) ও শ্রীপাদ ভাগবত করুণা দাস ব্রহ্মচারী (সাধারণ সম্পাদক, ইসকন সিলেট)। বেলা ৩-০০ ঘটিকা হতে সদ্গ্রন্থ পাঠ ও আলোচনা। আলোচক শ্রীযুক্ত জীবন কৃষ্ণ দাস ও শ্রীযুক্ত এ. কে. দাস অর্পন। রাত ৮-৩০ ঘটিকায় শুভ অধিবাস। ১০ই ফেব্রুয়ারী বুধবার ব্রাহ্মমুহূর্ত হতে অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্ত্তন শুরু। কীর্তন পরিবেশনায় হরিমোহন দাস, দীনেশ দেবনাথ, মনোরঞ্জন দাস (সৈনিক) ও জলি রাণী দেব। দুপুর ১-০০ ঘটিকা হতে প্রসাদ বিতরণ। ১১ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কীর্তন সমাপন, দধিভা- ভঞ্জন ও প্রসাদ বিতরণ। মহোৎসব সার্বিক পরিচালনা ও তত্ত্ববধানে শ্রীশ্রী শ্যামসুন্দর গোস্বামী (কবি)। মহোৎসবকে সার্থক ও সাফল্যম-িত করার জন্য কৃষ্ণভক্তের উপস্থিতি প্রার্থনা করা হয়েছে।