সিলেটে পাঁচ দিন থেকে করিমউল্লাহ মার্কেটের ব্যাবসায়ী নিখোজ
ডেস্ক রিপোর্টঃ সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটের এক কম্পিউটার ব্যবসায়ীকে পাঁচ দিন ধরে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ব্যবসায়ীর নাম সরদার আমিনুর রহমান (সুপন)। তিনি করিম উল্লাহ মার্কেটের পঞ্চম তলার ৯১, ৯২ ও ৯৩ নম্বর দোকান ইউনিক কম্পিউটারের স্বত্ত্বাধিকারি। নিখোঁজের পর থেকে সুপনের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এ ব্যাপারে সুপনের পিতা মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমান কোতোয়ালি মডেল থানায় বুধবার মধ্যরাতে একটি সাধারণ ডায়েরি (নম্বর ২১৫) করেছেন। পরেরদিন বৃহস্পতিবার র্যাবের কাছেও একটি অভিযোগ দিয়েছেন এই মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমান বলেন, বুধবার রাত পৌণে ৮ টায় সুপন দোকান বন্ধ করে দোকানের কর্মচারি মনির উদ্দিন ও ইমামুল হকসহ নিচে নামেন। পরে তাদের দাঁড় করিয়ে রাজা জিসি রোডের দিকে ঔষধ কিনতে যান। এর পরে বিশ মিনিট অপেক্ষা করে কর্মচারিরা সুপনের কাছে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এখনও তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তার ফোনও বন্ধ রয়েছে।