বিএনপির নতুন নেতৃত্ব, সাবেক আহ্বায়ক কমিটি ও কাউন্সিলরদের অভিনন্দন
কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে অভিনন্দন জ্ঞাপন করছি।
দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের কঠিন ও সময়োপযোগী উদ্যোগ নেয়ায় আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকেও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে উৎসবমূখর পরিবেশে ভোট দিয়ে সিলেট বিএনপির আগামী দিনের কান্ডারি নির্বাচিত করায় অভিনন্দন জানাচ্ছি জেলা ও মহানগর শাখার সকল কাউন্সিলরদের।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপিকে সিলেটে আরো সুসংগঠিত করতে আগামী দিনে নবনির্বাচিত নেতৃবৃন্দ, সাবেক আহ্বায়ক কমিটি ও সম্মেলনে ভোটদানকারী কাউন্সিলরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। আশাকরি সকলের সম্মিলিত উদ্যোগ ও চেষ্টায় সিলেট বিএনপি বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে।