কালের কন্ঠ’র বিরুদ্ধে সরকার দলীয় এমপির একশ কোটি টাকার মানহানী মামলা !
জাহিদুর রহমান তারিক, ষ্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহ: ঝিনাইদহে দৈনিক কালেরকন্ঠের সম্পাদক, প্রকাশক ও উপদেষ্ট সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানী মামলা হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহের জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তসলিম আরিফের আদালতে ঝিনাইদহ -৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নবী নেওয়াজ এই মামলা (মামলা নং ২/১৬) দায়ের করেন। মামলার আসামীরা হলেন দৈনিক কালেরকন্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, সম্পাদক এমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, রিপোর্টার মুস্তাক আহম্মেদ ও শরিফুল আলম সুমন। বাদী পক্ষে এড জাহঙ্গীর আলম সাগর মামলাটি পরিচালনা করেন।
মামলার বাদী ঝিনাইদহ-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নবী নেওয়াজ মামলায় অভিযোগ করেছে যে, আসামীরা পরস্পরের যোগসাজসে ২০১৫ সালের ১৪ অক্টোবর কালেরকণ্ঠ পত্রিকায় “বেসরকারী শিক্ষক নিয়োগ বন্ধে কমিশন হচ্ছে ঝিনাইদহ-৩ আসনের এমপির বিরুদ্ধে ৬৪ লাখ টাকার ঘুষ বানিজ্য” শিরোনামে তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এই মিথ্যা সংবাদ প্রকাশের ফলে তার একশ কোটি টাকার মানহানী হয়েছে বলে তিনি দাবী করেন। তাই তিনি ক্ষতিপুরণ চেয়ে আদালতের স্মরণাপন্ন হন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আদালত বিবাদীদের প্রতি সমন জারী করেছেন।