জাফলংয়ে ৫টি শেলু মেশিন ধ্বংস, রেস্টুরেন্ট-ফার্মেসিকে জরিমানা
ডেস্ক রিপোর্টঃ জাফলংয়ের বল্লাঘাটের মন্দিরের জুম এলাকায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ শেলু মেশিন ধ্বংস করেছে ট্রাস্কফোর্স। এছাড়া পৃথক অভিযানে বল্লাঘাট এলাকার ২টি রেস্টুরেন্ট ও মামার বাজার একটি ফার্মেসিকে জরিমানা করেছে ভেজাল বিরোধী আদালত।
জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি আশরাফ আহমেদ রাসেল’র নেতৃত্বে অভিযান চালায় ট্রাস্কফোর্স। অভিযানকালে আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলন করার সরঞ্জামসহ ৫টি শেলু মেশিন ধ্বংস করা হয়।
এদিকে বল্লাঘাট এলাকায় ২টি রেস্টুরেন্ট ৯ হাজার টাকা ও মামার বাজারে একটি ফার্মেসীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক শেখ মো. নাজমুল হুদা, গোয়াইনঘাট থানার এস.আই রাজিব মন্ডল, সার্ভেয়ার জীবন চন্দ্র প্রমূখ উপস্থিত ছিলেন।